যেকোন বাহিনীর অফিসার পদের ISSB এবং সৈনিক পদের জন্য মেডিকেল+লিখিত+মৌখিক পরীক্ষার আগে প্রস্তুতি কোচিং করে নিজেকে ১০০ ভাগ প্রস্তুত করতে বাংলাদেশের সর্ব বৃহৎ ডিফেন্স কোচিং রংপুর সোলজার একাডেমীর ভর্তি সরাসরি অফিসে ফোন দিন- 01738343290
অফিসের ঠিকানাঃ ঠিকাদার পাড়ামোড়, ষ্টেশন রোড,রংপুর।(শাপলা চত্বরের পিছিনে)
#অফিসার_সৈনিক_পদের_কোচিং_সেন্টার
#ISSB_নতুন_ব্যাচে_ভর্তি_চলছে
#সর্ব_বৃহৎ_ISSB_কোচিং_সেন্টার
#আবাসিক_রয়েছে
#ISSB_Preparation_Coaching_Center_IN_Rangpur
কেন সোলজার ট্রেনিং একাডেমীতে ISSB পরীক্ষার কোচিং করবেন?
1. এই একাডেমীতে ISSB বোর্ডের সিলেবাস অনুযায়ী পুরো ৪দিনের কার্যক্রম সঠিক গাইড লাইন এর মাধ্যমে প্রত্যেককে শেখানো হয়।
2. শুধুমাত্র সোলজার ট্রেনিং একাডেমীতে IQ এবং MATRIX পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ন ভাবে কম্পিউটারে শেখানো হয়।যা অন্য কোচিং সেন্টারে কখনোই করানো হয় না।
3. IQ এবং MATRIX পরীক্ষার জন্য বিশেষ সাজেশন দেয়া হয়,যা আপনাকে ISSB তে নিশ্চিত সাফল্য এনে দিবে।
4. PPDT তে সাফল্য পেতে প্রত্যেক শিক্ষার্থীকে বিশেষ কৌশল শেখানো হয়।
5. বাংলাদেশে একমাত্র সোলজার ট্রেনিং একাডেমীতেই ISSB বোর্ডের অনুকরণে PGT,HGT,CT,IO প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে,যেখানে আপনি অধিক থেকে অধিকতর প্রস্তুতি নিতে পারবেন।কিন্তু অন্য কোচিং সেন্টারে আপনি আমাদের মতন PGT,HGT,CT,IO প্র্যাকটিস গ্রাউন্ড পাবেন না।
6. সুদক্ষ ট্রেইনার দ্বারা প্রত্যেককে DP VIVA,PLANNING EXERCISE সহ অন্যান্য সাইকোলজিক্যাল পরীক্ষার বিষয় গুলো নিবিড় অনুশীলন করানো হয়।
7. এগুলো ছাড়াও শুধু মাত্র সোলজার ট্রেনিং একাডেমীতেই ISSB এর জন্য কোর্স করতে আসা সকল শিক্ষার্থীর চূড়ান্ত মেডিকেল চেকআপ করা হয়ে থাকে।কিন্তু অন্য কোচিং সেন্টারে আপনি কখনোই চূড়ান্ত মেডিকেল চেকআপ এর সু-ব্যবস্থা পাবেন না। 8. দেশে একমাত্র এই একাডেমীতেই ISSB বোর্ডের মতন ডে বাই ডে আপনাকে একাডেমীর আবাসিকে রেখে পুরো ৪দিনের পরীক্ষা সমূহ নেয়া হবে।কিন্তু এই সিস্টেমে অন্য কোচিং সেন্টার কখনোই আপনার পরীক্ষা নিবে না।
9. পাশাপাশি এই একাডেমীতে অফিসার ও সৈনিক পদের জন্য লিখিত কিংবা মৌখিক পরীক্ষার প্রস্তুতি কোর্স করানো হয়ে থাকে.
আর সোলজার একাডেমীতে কোচিং করতে আসার আগে আমাদের একাডেমীর ভিডিও ফুটেজটি দেখো।আমরা কিভাবে প্রস্তুতি কোচিং করাই।
Youtube Video:
https://www.youtube.com/channel/UCnvk…
সোলজার ট্রেনিং একাডেমীতে ISSB পরীক্ষার যে সব বিষয় শেখানো হয়ঃ
Day 1:::: o IQ Test o Matrix Test o Intelligence and Picture Perception and Description test (PPDT) o Announcement of screening out result Day 1 – Afternoon o Personality Test o Essay writing (Bangla & English )
Day 2:::: o Group Discussion-1 (Bangla & English) o Progressive Group Task (PGT) o Half Group Task (HGT) o Extempore Speech o Individule Obstacle (IO) o Interview
Day 3:::: o Planning Exercise (Written & Discussion) o Command Tasks (CT) o Mutual Assessment o Interview
Day 4:::: Assessment conference Announcement of final results and Final Briefing
Soldier Training Academy,Rangpur – একটি পূর্ণাঙ্গ ডিফেন্স কোচিং. রংপুরে সোলজার ট্রেনিং একাডেমী বাংলাদেশে সর্বপ্রথম অফিসার ও সৈনিক পদে ভর্তির পূর্ব প্রস্তুতি ডিফেন্স কোচিং চালু করেছে। প্রতি বছর সোলজার ট্রেনিং একাডেমীতে কোচিং করে সঠিক ট্রেনিং আর দিক নির্দেশনা মেনে অনেক পুরুষ ও মহিলা প্রার্থী সেনা/নৌ/বিমান/বিজিবি/পুলিশ বাহিনীতে চাকুরি পেয়েছে।
সোলজার একাডেমীতে যেসব বিষয় কোচিং করানো হবেঃ-
#মেডিকেলঃ(বিভিন্ন চেকাআপের মাধম্যে আপনাকে ফিট করানোর ব্যবস্তা করে দেয়া হবে)
#লিখিতঃ (শর্ট সেজেশন দেয়া হবে,তাতেই ১০০% সাফল্য পাবেন পরীক্ষায়)
#মৌখিকঃ (গুরুত্ব পূর্ণ প্রশ্নের উত্তর শেখানো হবে,এতেই নিশ্চিত সাফল্য আসবে পরীক্ষায়)
#শারীরিকঃ (বিভিন্ন শারীরিক ব্যাম করানো হবে,তাহলে এই পরীক্ষায় ১০০% পাশ করবেন)
#সকল_জেলার_শিক্ষার্থী_কোচিং_করতে_পারবেন।
#কোচিং_মেয়াদঃ ১৫ দিন/ ১ মাস/ ২ মাস
#দালাল_প্রতারক_চক্র_থেকে_সাবধান
#JOIN_BANGLADESH_ARMY
#JOIN_BANGLADESH_NAVY
#JOIN_BANGLADESH_AIRFORCE
যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ভর্তি হবেন তাদের জন্য কিছু পরামর্শঃ
১। আগে ভালো করে নিজের মেডিকেল চেকআপ করে নিশ্চিত হউন,যদি কোন সমস্যা বের হয় তাহলে ভালো পরামর্শ মেনে ও ডাক্তারের কাছে গিয়ে ঠিক করে নিন।
২। লিখিত পরীক্ষার জন্য ভালো ভাবে ক্লাস ১০ম শ্রেণির বাংলা,ইংরেজ,গণিত,সাধারণ জ্ঞান ও আইকিউ প্রস্তুতি নিন।লিখিত পরীক্ষায় সব বিষয়ে পাশ মার্ক পেলেই আপনি পাশ করবেন।
৩। মৌখিক পরীক্ষার জন্য নিজের সাহস বাড়ান সেই সাথে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে ভাইভার প্রাকটিস করেন তাহলে আপনার নিজের জড়তা গুলো দূর হবে পাশাপাশি নিজের ভয় ও লজ্জা চলে যাবে।
৪। শারীরিক পরীক্ষার জন্য এখন থেকেই প্রতিদিন দৌড় পুশআপ সিটআপ ইত্যাদি অনুশীলন গুলো করতে থাকেন।
৫।নিজের স্মার্টনেস বাড়ান এবং সৎ সাহসী ও দেশপ্রেমিক গুনে নিজেকে গুণান্বিত করে গড়ে তুলেন।
৬। পাশাপাশি নিজেকে ভালোভাবে একজন যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলতে চাইলে ভালো কোন ডিফেন্স কোচিং প্রতিষ্ঠানে প্রস্তুতি নিতে পারেন।
৭। সবশেষে সামরিক বাহিনীতে চাকুরির জন্য অসৎ কোন পথ অনুসরণ করা যাবে না। কারন সামরিক বাহিনীর কর্মকর্তারা অনেক সৎ ও নিষ্ঠাবান হয়ে থাকেন।আর দালাল প্রতারক থেকে সাবধান ও সর্তক থাকতে হবে।
ধন্যবাদ সবাইকে
আশা করি পরামর্শ গুলো সবার ভালো লাগবে।
লেখকঃ রাকিবুল আলম হিমেল
পরিচালক ও প্রশিক্ষক সোলজার ট্রেনিং একাডেমী,রংপুর