Notice
Home / ISSB TUTORIAL / ISSB Half Group Task (HGT) Video [ISSB Guideline & ISSB Preparation] ISSB-2nd day-HGT Test (ISSB)

ISSB Half Group Task (HGT) Video [ISSB Guideline & ISSB Preparation] ISSB-2nd day-HGT Test (ISSB)

যেকোন বাহিনীর অফিসার পদের ISSB পরীক্ষার আগে প্রস্তুতি কোচিং করে নিজেকে ১০০ ভাগ প্রস্তুত করতে বাংলাদেশের সর্ব বৃহৎ ডিফেন্স কোচিং রংপুর সোলজার একাডেমীর ভর্তি সরাসরি অফিসে ফোন দিন- 01738343290
অফিসের ঠিকানাঃ ঠিকাদার পাড়ামোড়, ষ্টেশন রোড,রংপুর।(শাপলা চত্বরের
পিছিনে)
#ISSB_নতুন_ব্যাচে_ভর্তি_চলছে
#সর্ব_বৃহৎ_ISSB_কোচিং_সেন্টার
#আবাসিক_রয়েছে
#ISSB_Preparation_Coaching_Center_IN_Rangpur

কেন সোলজার ট্রেনিং একাডেমীতে ISSB পরীক্ষার কোচিং করবেন? 1. এই একাডেমীতে ISSB বোর্ডের সিলেবাস অনুযায়ী পুরো ৪দিনের কার্যক্রম সঠিক গাইড লাইন এর মাধ্যমে প্রত্যেককে শেখানো হয়। 2. শুধুমাত্র সোলজার ট্রেনিং একাডেমীতে IQ এবং MATRIX পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ন ভাবে কম্পিউটারে শেখানো হয়।যা অন্য কোচিং সেন্টারে কখনোই করানো হয় না। 3. IQ এবং MATRIX পরীক্ষার জন্য বিশেষ সাজেশন দেয়া হয়,যা আপনাকে ISSB তে নিশ্চিত সাফল্য এনে দিবে। 4. PPDT তে সাফল্য পেতে প্রত্যেক শিক্ষার্থীকে বিশেষ কৌশল শেখানো হয়। 5. বাংলাদেশে একমাত্র সোলজার ট্রেনিং একাডেমীতেই ISSB বোর্ডের অনুকরণে PGT,HGT,CT,IO প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে,যেখানে আপনি অধিক থেকে অধিকতর প্রস্তুতি নিতে পারবেন।কিন্তু অন্য কোচিং সেন্টারে আপনি আমাদের মতন PGT,HGT,CT,IO প্র্যাকটিস গ্রাউন্ড পাবেন না। 6. সুদক্ষ ট্রেইনার দ্বারা প্রত্যেককে DP VIVA,PLANNING EXERCISE সহ অন্যান্য সাইকোলজিক্যাল পরীক্ষার বিষয় গুলো নিবিড় অনুশীলন করানো হয়। 7. এগুলো ছাড়াও শুধু মাত্র সোলজার ট্রেনিং একাডেমীতেই ISSB এর জন্য কোর্স করতে আসা সকল শিক্ষার্থীর চূড়ান্ত মেডিকেল চেকআপ করা হয়ে থাকে।কিন্তু অন্য কোচিং সেন্টারে আপনি কখনোই চূড়ান্ত মেডিকেল চেকআপ এর সু-ব্যবস্থা পাবেন না। 8. দেশে একমাত্র এই একাডেমীতেই ISSB বোর্ডের মতন ডে বাই ডে আপনাকে একাডেমীর আবাসিকে রেখে পুরো ৪দিনের পরীক্ষা সমূহ নেয়া হবে।কিন্তু এই সিস্টেমে অন্য কোচিং সেন্টার কখনোই আপনার পরীক্ষা নিবে না। 9. পাশাপাশি এই একাডেমীতে অফিসার ও সৈনিক পদের জন্য লিখিত কিংবা মৌখিক পরীক্ষার প্রস্তুতি কোর্স করানো হয়ে থাকে. আর সোলজার একাডেমীতে কোচিং করতে আসার আগে আমাদের একাডেমীর ভিডিও ফুটেজটি দেখো।আমরা কিভাবে প্রস্তুতি কোচিং করাই।

Youtube Video: https://www.youtube.com/channel/UCnvk… সোলজার ট্রেনিং একাডেমীতে ISSB পরীক্ষার যে সব বিষয় শেখানো হয়ঃ

Day 1:::: o IQ Test o Matrix Test o Intelligence and Picture Perception and Description test (PPDT) o Announcement of screening out result Day 1 – Afternoon o Personality Test o Essay writing (Bangla & English ) Day 2:::: o Group Discussion-1 (Bangla & English) o Progressive Group Task (PGT) o Half Group Task (HGT) o Extempore Speech o Individule Obstacle (IO) o Interview Day 3:::: o Planning Exercise (Written & Discussion) o Command Tasks (CT) o Mutual Assessment o Interview Day 4:::: Assessment conference Announcement of final results and Final Briefing

About soldier

Check Also

ISSB Test:Tips and Tricks Part-2

In previous article you have introduced about 4day long ISSB test. There are several step …

Leave a Reply

Your email address will not be published.