Notice
Home / ACADEMIC DAILY ACTIVITIES / আইএসএসবি ফিজিক্যাল এবিলিটি টেস্ট || ISSB Physical Ability Test Video || ISSB PAT Video

আইএসএসবি ফিজিক্যাল এবিলিটি টেস্ট || ISSB Physical Ability Test Video || ISSB PAT Video

বাংলাদেশের সর্ব বৃহৎ ISSB পরীক্ষার জন্য প্রবল প্রস্তুতি নিয়ে সেনা নৌ বিমান বাহিনীর অফিসার পদে যোগদান করতে চাইলে যোগাযোগ করুণ রংপুর সোলজার ট্রেনিং একাডেমীতে। ভর্তি হতে সরাসরি অফিসে ফোন দিয়ে বিস্তারিত জানুন-01738343290 #সর্ব_বৃহৎ_ISSB_কোচিং_সেন্টার #কোর্স_ফি_ফোন_করে_জেনে_নিন এই নাম্বারে- 01738343290 এই একাডেমীতে সামরিক বাহিনীর প্রাক্তন অফিসার ও এক্স-ক্যাডেট দ্বারা সকল শিক্ষার্থীদেরকে কোচিং করানো হয়ে থাকে।

কেন সোলজার ট্রেনিং একাডেমীতে ISSB পরীক্ষার কোচিং করবেন ? 1. এই একাডেমীতে ISSB বোর্ডের সিলেবাস অনুযায়ী পুরো ৪দিনের কার্যক্রম সঠিক গাইড লাইন এর মাধ্যমে প্রত্যেককে শেখানো হয়। 2. শুধুমাত্র সোলজার ট্রেনিং একাডেমীতে IQ এবং MATRIX পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ন ভাবে কম্পিউটারে শেখানো হয়।যা অন্য কোচিং সেন্টারে কখনোই করানো হয় না। 3. IQ এবং MATRIX পরীক্ষার জন্য বিশেষ সাজেশন দেয়া হয়,যা আপনাকে ISSB তে নিশ্চিত সাফল্য এনে দিবে। 4. PPDT তে সাফল্য পেতে প্রত্যেক শিক্ষার্থীকে বিশেষ কৌশল শেখানো হয়। 5. বাংলাদেশে একমাত্র সোলজার ট্রেনিং একাডেমীতেই ISSB বোর্ডের অনুকরণে PGT,HGT,CT,IO প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে,যেখানে আপনি অধিক থেকে অধিকতর প্রস্তুতি নিতে পারবেন।কিন্তু অন্য কোচিং সেন্টারে আপনি আমাদের মতন PGT,HGT,CT,IO প্র্যাকটিস গ্রাউন্ড পাবেন না। 6. সুদক্ষ ট্রেইনার দ্বারা প্রত্যেককে DP VIVA,PLANNING EXERCISE সহ অন্যান্য সাইকোলজিক্যাল পরীক্ষার বিষয় গুলো নিবিড় অনুশীলন করানো হয়। 7. এগুলো ছাড়াও শুধু মাত্র সোলজার ট্রেনিং একাডেমীতেই ISSB এর জন্য কোর্স করতে আসা সকল শিক্ষার্থীর চূড়ান্ত মেডিকেল চেকআপ করা হয়ে থাকে।কিন্তু অন্য কোচিং সেন্টারে আপনি কখনোই চূড়ান্ত মেডিকেল চেকআপ এর সু-ব্যবস্থা পাবেন না। 8. দেশে একমাত্র এই একাডেমীতেই ISSB বোর্ডের মতন ডে বাই ডে আপনাকে একাডেমীর আবাসিকে রেখে পুরো ৪দিনের পরীক্ষা সমূহ নেয়া হবে।কিন্তু এই সিস্টেমে অন্য কোচিং সেন্টার কখনোই আপনার পরীক্ষা নিবে না। 9. পাশাপাশি এই একাডেমীতে অফিসার ও সৈনিক পদের জন্য লিখিত কিংবা মৌখিক পরীক্ষার প্রস্তুতি কোর্স করানো হয়ে থাকে। educational documentary shows how they do such complex jobs.

#ISSB_KEYWORDS: issb coaching,issb Bangladesh,issb preparation,army video, issb exam, issb videos, issb interview,issb tutorial,issb bd, issb test, issb dp viva, issb ppdt test, ISSB Group Planning,defence coaching,soldier training academy,Bangladesh army video,Bangladesh navy,Bangladesh airforce,issb iq test,issb matrix,issb Dhaka,issb guide, issb extempore speech, issb group discussion, issb physical test, issb ppdt test, issb guideline,rakibul alam himel, ISSB PGT, issb hgt, issb ct,issb suggestion,issb coaching,issb dhaka coaching,issb best coaching, ISSB Key Words: ISSB Coaching Bangladesh ISSB Tips ISSB PAT ISSB Dhaka ISSB Physical Ability Test ISSB PAT ISSB Practice Inter Service Selection Board ISSB Group Planning Test ISSB VIVA ISSB ISSB Exam Bangladesh ISSB Exam suggestion ISSB Best Choaching in Bangladesh ISSB Ground Task Exam ISSB Group Discussion test issb DP viva ISSB GTO VIVA ISSB PGT HGT CT PAT TEST

About soldier

Check Also

অফিসার পদের ISSB পরীক্ষা সম্পর্কে কারো কোন কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো

অফিসার পদের ISSB পরীক্ষা সম্পর্কে কারো কোন কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো > …

Leave a Reply

Your email address will not be published.